দেশের ১৪টি ল্যাবে চলছে করোনা শনাক্তের কাজ 334 0
দেশের ১৪টি ল্যাবে চলছে করোনা শনাক্তের কাজ
বর্তমানে দেশের ১৪টি ল্যাবে চলছে করোনাভাইরাস শনাক্তের কাজ। বিভাগীয় শহরগুলোতেও চলছে ল্যাব প্রতিষ্ঠার প্রক্রিয়া।প্রাথমিকভাবে ৭টি বিভাগে বসছে পিসিআর মেশিন। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুরে যন্ত্রপাতি সংযোজন শেষ হয়েছে। এখন চলছে নমুনা পরীক্ষা।আইইডিসিআর-এর বাইরে, রাজধানীর আরও ৮টি পরীক্ষাগারে কাজ শুরু হয়েছে করোনা পরীক্ষার। ঢাকার আশেপাশের সন্দেহজনক রোগীদের করোনা পরীক্ষার জন্য আনা হচ্ছে এইসব হাসপাতালের পরীক্ষাগারে।